ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আকবরশাহ এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
আকবরশাহ এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান

চট্টগ্রাম: নগরের আকবরশাহ এলাকায় সড়কের পাশে গড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, রেললাইন কেন্দ্রিক মাদক সেবনের স্পট ও আড্ডা দেওয়ার স্থানে অভিযান চালিয়েছে আকবরশাহ থানা পুলিশ।  

মঙ্গলবার (১ ডিসেম্বর) আকবরশাহ থানাধীন কৈবল্যাধাম, সিডিএ আবাসিক, জানারখিল স্ক্র্যাপ কলোনী এলাকায় অভিযান চালানো হয়।

 

অভিযানে, সড়ক দখল করে গড়ে উঠা প্রায় ১০টি দোকান উচ্ছেদ ও মাদক বিক্রির সময় ৩০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। এছাড়া অহেতুক আড্ডা দেওয়া শিশু কিশোরদের আটক করে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।

 

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বাংলানিউজকে বলেন, আকবরশাহ থানাধীন কৈবল্যাধাম, সিডিএ আবাসিক, জানারখিল স্ক্র্যাপ কলোনী এলাকায় অভিযান চালানো হয়েছে। সড়ক দখল করে গড়ে উঠা প্রায় ১০টি দোকান উচ্ছেদ ও মাদক বিক্রির সময় ৩০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। রেললাইন কেন্দ্রিক মাদকসেবীদের আড্ডাস্থলে অভিযান চালানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad