ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক ও ফুটপাতে পণ্য রাখায় ৩৭ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
সড়ক ও ফুটপাতে পণ্য রাখায় ৩৭ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরের তিনটি সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী রেখে যানবাহন ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৩৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সদরঘাট থানাধীন অমর চাঁদ রোড ও আইস ফ্যাক্টরি রোড, কোতোয়ালী থানাধীন স্টেশন রোড চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযানকালে অবৈধভাবে রাখা পণ্যসামগ্রী রাস্তা ও ফুটপাত থেকে অপসারণ করা হয়।  

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় ফুটপাত ও সড়ক দখল করার দায়ে ১৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুসহ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চসিকরে কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।
 
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।