ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলস্টেশনের পাশে অবৈধ দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
রেলস্টেশনের পাশে অবৈধ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে আখাউড়া ও কুমিল্লা সেকশন লাইন পরিদর্শন করে রেলস্টেশনের পাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে মোটরট্রলি যোগে তারা এ সেকশন লাইন পরিদর্শন করেন।

পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) তারেক মোহাম্মদ সামছ্ তুষার বাংলানিউজকে বলেন, মোটর ট্রলি যোগে আখাউড়া-কুমিল্লা সেকশনের রেলওয়ে স্টেশন সংলগ্ন রেললাইন, ব্রিজ-কালভার্ট পরিদর্শন করা হয়। এই সময় রেলস্টেশন সংলগ্ন অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

এ কার্যক্রম চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ডিইএন-১ আব্দুল হানিফ মুকুল, ডিএসটিই মো. জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিটিও স্নেহাশিস দাশ গুপ্ত, এসিও তারেক ইমরান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
জেইউ/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।