ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১ ডিসেম্বরকে মুক্তিযুদ্ধ দিবস ঘোষণার দাবি মুক্তিযোদ্ধাদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
১ ডিসেম্বরকে মুক্তিযুদ্ধ দিবস ঘোষণার দাবি মুক্তিযোদ্ধাদের

চট্টগ্রাম: ১ ডিসেম্বরকে সরকারিভাবে মুক্তিযুদ্ধ দিবস ঘোষণার দাবি জানিয়েছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (১ ডিসেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে নগরের ফয়’স লেক বধ্যভূমি চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার খোরশেদ আলম, সহকারী কমান্ডার এফ এফ আকবর খান, মুক্তিযোদ্ধা পরিবার বর্গের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

সভায় মোজাফফর আহমদ বলেন, ১৯৭১ সালের ১ ডিসেম্বর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে তাদের পরাস্ত করতে শুরু করে।

ফলে রণাঙ্গনে পাক বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি।  

তিনি বলেন, অবিলম্বে ১ ডিসেম্বরকে সরকারিভাবে মুক্তিযুদ্ধ দিবস ঘোষণা করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীতভাবে দাবি জানাচ্ছি। একইসাথে বিজয়ের এ মাসে রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

কিছু দুস্কৃতিকারী ভূমিদস্যু সারাদেশে বধ্যভূমির জায়গা দখলের অপচেষ্টায় লিপ্ত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে বধ্যভূমিগুলোর সঠিক রক্ষনাবেক্ষণের পাশাপাশি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলোর কাজ দৃশ্যমান করা জরুরি। যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এমআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।