ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিন চৌধুরীর কবরে ছাত্রলীগের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
মহিউদ্দিন চৌধুরীর কবরে ছাত্রলীগের শ্রদ্ধা

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৭৬তম জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধা জানান ছাত্রলীগের এই দুটি শাখার নেতাকর্মীরা।

শ্রদ্ধা জানানোর সময় চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, মিনহাজুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক এস এম জাহেদুল আওয়াল, সাবেক ক্রীড়া-সম্পাদক মাহফুজুর রহমান, সাইফুল করিম জুয়েল, জুলকার নাইন, গোলাম মোস্তফা সুমন, সৈকত দত্ত, সাদ্দাম হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের নেতৃত্বে মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সেখানে মরহুমের রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মুনির ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক খন্দকার নাঈমুল আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইকবাল কায়সার, সোহেল রানা, জাহিদ হাসান সাইমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক উপ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুন, মিনারুল হক, ইমাম হোসেন, অর্ণব দেব, সাইফুল ইসলাম রাজ, রিয়াজুল ইসলাম শান্ত, জুবায়ের রাব্বি, আকাশ রহমান, জামসেদ উদ্দিন, আরাফাত জয়, সাইফুর রহমান হানিফ, কবিরুল আজম, কায়েস মাহমুদ, আসাদ মো. শহিদ, রবিউল ইসলাম, এসএম রোমান, শহিদুল ইসলাম, আজিজুল হাকিম মাসুক, রাজেশ বড়ুয়া, মুস্তফা আমান, সাখাওয়াত হোসেন, ইয়াসিন আরাফাত রিকু, সায়েদ আল জাবের, গোবিন্দ দত্ত, আবু তোরাব, শেখ ফাহিম, রিফাত, হায়দার আলি, মেহেরাব সিদ্দিক পাভেল, মনিরুল আলম, ইরফান আলম, জিসান, জাবেদ ইকবাল, শুভ দাশ, হামিম রাফসান, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা ফারদিন ফারহান, ফাহিম।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
জেইউ/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।