ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে লরির পেছনে ধাক্কা, প্রাইভেট কার চালকের মৃত্যু  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
সীতাকুণ্ডে লরির পেছনে ধাক্কা, প্রাইভেট কার চালকের মৃত্যু   প্রতীকী ছবি

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অপেক্ষমাণ একটি তেলবাহী লরির পেছনে প্রাইভেট কারের ধাক্কায় চালক মারা গেছেন। এ ঘটনায় আহত একজন চিকিৎসককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার (১ ডিসেম্বর) সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. সোহেল (৩২)।

তিনি মিজানুর রহমান নামের ওই চিকিৎসকে নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন।  

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, প্রাইভেট কারের চালক মারা গেছেন। আহত চিকিৎসককে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  

সূত্র জানায়, ডা. মিজানুর কুমিল্লার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক। তিনি নোয়াখালীতে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার উদ্দেশ্যে চট্টগ্রামের বাসা থেকে রওনা দিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।