ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাস্ক না পরায় ৩৫ জনকে জরিমানা চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
মাস্ক না পরায় ৩৫ জনকে জরিমানা চট্টগ্রামে

চট্টগ্রাম: মাস্ক না পরায় চট্টগ্রামে ৩৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

নগরের ফিরিঙ্গীবাজার, নতুন ব্রিজ এবং চাক্তাই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। মাস্ক না পরায় তিনি ১৪ মামলায় ১৬ জনকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

লালখান বাজার ও ওয়াসা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন। এ সময় মাস্ক না পরায় ১১ মামলায় ১১ জনকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।  

আন্দরকিল্লা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। তিনি ৮ মামলায় ৮ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।