চট্টগ্রাম: অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বোয়ালখালী থানার বরখাস্ত হওয়া ওসি হিমাংশু কুমার দাশ ও ৮ পুলিশ সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন শিক্ষানবীশ আইনজীবী সমর কৃষ্ণ চৌধুরী।
সোমবার (৩০ নভেম্বর) সকালে পটিয়া যুগ্ম জেলা জজ আবদুল কাদেরের আদালতে মামলা দায়ের করেন তিনি।
আইনজীবী গৌতম চৌধুরী পার্থ বাংলানিউজকে বলেন, মামলার বাদি সমর কৃষ্ণকে অন্যায়ভাবে পুলিশ ধরে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। এর ক্ষতিপূরণ চেয়ে আদালতে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
২০১৮ সালের ২৭ মার্চ সমর কৃষ্ণ চৌধুরীকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর তাকে অস্ত্র ও ইয়াবার তিনটি মামলা দিয়ে আদালতে চালান করে দেয় বোয়ালখালী থানা পুলিশ। এসব মামলায় দেড় মাস কারাভোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এমএম/এসি/টিসি