ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে নদী ভাঙন প্রতিরোধে হবে ৭ কিলোমিটার বাঁধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
বোয়ালখালীতে নদী ভাঙন প্রতিরোধে হবে ৭ কিলোমিটার বাঁধ

চট্টগ্রাম: ‘বোয়ালখালীতে কর্ণফুলি নদীর ভাঙন ঠেকাতে সাত কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বর্ষার আগেই শুরু হবে এই কাজ।

রোববার (২৯ নভেম্বর) কণর্ফুলী নদীর বোয়ালখালী অংশের ভাঙন এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।  

তিনি বলেন, এই বাঁধ নির্মাণ হলে এলাকার ১৫ কিলোমিটার ভাঙন থেকে রক্ষা পাবে।

শুধু এই প্রকল্প নয়, চট্টগ্রামের ১৫ উপজেলায় পানি উন্নয়নের বোর্ডের অধীনে নদী খাল ভাঙন প্রতিরোধে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান উপমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পরে উপমন্ত্রী বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের একটি সভায় যোগ দেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এমএম/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।