ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘অনলাইন বাংলা বইমেলা’ শুরু হচ্ছে মঙ্গলবার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
‘অনলাইন বাংলা বইমেলা’ শুরু হচ্ছে মঙ্গলবার  অনলাইন বাংলা বইমেলা

চট্টগ্রাম: দেশের প্রথম ‘অনলাইন বাংলা বইমেলা’ মঙ্গলবার (১ ডিসেম্বর) শুরু হচ্ছে। নগরের মোমিন রোডের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ৬টায় মেলার উদ্বোধন করবেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।

 

মাসব্যাপী এ আয়োজনে বাংলাদেশে জন্মগ্রহণকারী ১৬০ লেখক অংশ নিচ্ছেন। এর মধ্যে যেমন বরেণ্য লেখক রয়েছেন, তেমনি আছেন তরুণ নবীন লেখকও।

প্রত্যেক লেখক সর্বোচ্চ ৫ পদের বই প্রদর্শন করছেন।  

বইমেলা উপলক্ষে বইয়ের প্রচ্ছদ, বইয়ের সংক্ষিপ্ত তথ্য (বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশক, বইয়ের ধরন, প্রকাশকাল, মূল্য), লেখকের ছবিসহ পরিচিতি বইমেলার ওয়েবসাইটে (www.banglaboimela.com) প্রকাশ করা হবে।  

অনলাইন ছাড়াও নির্বাচিত লেখকদের বই সাজানো থাকবে চট্টগ্রাম একাডেমিতে (কদম মোবারক বাই লেন, মোমিন রোড)। ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত আগ্রহীরা স্বাস্থ্যবিধি মেনে বই বাছাই করতে পারবেন। আগ্রহীদের ঠিকানায় বাংলা বইমেলা পরিষদ বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।