ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আপনার মাস্ক কই? 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
আপনার মাস্ক কই?  মাস্ক পরা নিশ্চিতে ব্যতিক্রমী প্রচারাভিযান শুরু করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা।

চট্টগ্রাম: করোনা প্রতিরোধে মানুষের মাস্ক পরা নিশ্চিত করতে ব্যতিক্রমী এক প্রচারাভিযান শুরু করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা।  রোববার (২৯ নভেম্বর) নগরের নগরের নিউমার্কেট, স্টেশন রোড, কোতোয়ালী মোড় ‘আপনার মাস্ক কই’ শিরোনামে এ প্রচারাভিযান চালানো হয়।

 মাস্ক পরতে উদ্বুদ্ধকরণের পাশাপাশি বিনামূল্যে ১ হাজার মাস্ক বিতরণও করা হয় এ সময়।  

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আমরা সবার মাস্ক পরা নিশ্চিত করতে চাই।

এজন্য যারা মাস্ক পড়েননি তাদের জিজ্ঞেস করছি 'আপনার মাস্ক কই'। পাশাপাশি যারা মাস্ক পরেছেন তাদেরও বলছি মাস্ক না পরা ব্যক্তিদের একই প্রশ্ন করতে। আমরা সবাই এভাবে সবাইকে প্রশ্ন করলে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে পারব।  

তিনি জানান, এ প্রচারাভিযানের আওতায় এক হাজার মাস্ক বিতরণও করেছেন। ' 

প্রচারাভিযানের প্রথম দিন বিনামূল্যে মাস্ক বিতরণ করা হলেও পরবর্তীতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নিশ্চিত করা হবে বলে জানান ওসি মহসীন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।