ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ড্রেনে কাজ করার সময় দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
ড্রেনে কাজ করার সময় দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানা এলাকায় ড্রেনে কাজ করার সময় স্ল্যাব (ঢাকনা) পড়ে মো. রুবেল (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে থানার র‌্যাব-৭ কার্যালয়ের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

রুবেল ভোলার লালমোহন এলাকার মো. শফির ছেলে। তিনি বায়েজিদের মাইজপাড়ার মোস্তফা কলোনিতে থাকতেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বাংলানিউজকে বলেন, ড্রেনে কাজ করার সময় স্ল্যাব পড়ে ওই শ্রমিক গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু হয় তার।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।