ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তরুণরা সংঘাত-সংঘর্ষ চায় না, দেশকে এগিয়ে নিতে চায়: ফারাজ করিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
তরুণরা সংঘাত-সংঘর্ষ চায় না, দেশকে এগিয়ে নিতে চায়: ফারাজ করিম বক্তব্য দেন ফারাজ করিম চৌধুরী

চট্টগ্রাম: ধ্রুবতারা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন করোনাকালে সাধারণ মানুষের জন্য নিরলস কাজ করে যাওয়া নিবেদিতপ্রাণ তরুণ ব্যক্তিত্ব, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর বড় ছেলে ফারাজ করিম চৌধুরী।  

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে ধ্রুবতারা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ এর ইয়ুথ আইকন ক্যাটাগরিতে ফারাজ করিম চৌধুরীকে এ অ্যাওয়ার্ড দিয়েছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ)।

 

অ্যাওয়ার্ড প্রাপ্তির পর ফারাজ করিম চৌধুরী বলেন, আমরা রাজনীতিবিদরা আসলেই কি জনগণের জন্য রাজনীতি করি? নাকি ক্ষমতা ও প্রভাব বিস্তারের জন্য? আমাদের আত্মসমালোচনা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে কাজ করতে হবে। এদেশের তরুণরা আর সংঘাত-সংঘর্ষ চায় না।

তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়।  

জানা যায়, মহামারী করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে একের পর এক মানবিক কার্যক্রম নিয়ে চট্টগ্রামের মানুষের পাশে থেকেছেন ফারাজ করিম চৌধুরী। তিনি ধারাবাহিকভাবে ৬৫ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ, বাড়ি বাড়ি বিনামূল্যে সবজি বিতরণ, ৫০ হাজার মানুষের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ, আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠা এবং বিশেষত রমজান মাসজুড়ে প্রতিদিন কর্তব্যরত ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ২ হাজার মানুষের সেহেরির খাবার সরবরাহ করার উদ্যোগ নিয়েছিলেন।  

তা ছাড়া সামাজিক অবক্ষয় রোধে ফারাজ করিম চৌধুরী রাউজানের প্রান্তিক পর্যায়ে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন অন্যায়-অপরাধ নির্মূলে ভূমিকা রাখছেন সাহসিকতার সঙ্গে।  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ অ্যাওয়ার্ড তুলে দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এতে ইয়ুথ বিজনেস ক্যাটাগরিতে পিএইচপি অটোমোবাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আখতার পারভেজ চৌধুরী, পুলিশ ক্যাটাগরিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসীন, ডক্টর ক্যাটাগরিতে চট্টগ্রাম ফিল্ড হসপিটালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, মিডিয়া ক্যাটাগরিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ব্লাড ক্যাটাগরিতে চট্টগ্রাম ব্লাড ব্যাংক ধ্রুবতারা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ অর্জন করেন।  

সভাপতিত্ব করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক। বিশেষ অতিথি ছিলেন শেঠ প্রপার্টিজের এক্সিকিউটিভ ডিরেক্টর সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বিজয় বসাক। উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো. শাহীন রানা, চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অন্তু কুমার রায়, চট্টগ্রাম জেলার প্রেসিডেন্ট শরীফুল হাসান ফাহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।