ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মামুনুল হককে ঠেকাতে অক্সিজেন মোড়েও ছাত্রলীগের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
মামুনুল হককে ঠেকাতে অক্সিজেন মোড়েও ছাত্রলীগের অবস্থান অক্সিজেন মোড়ে ছাত্রলীগের অবস্থান।

চট্টগ্রাম: বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী বক্তব্য দেওয়া হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে ঠেকানোর ঘোষণা দিয়ে নগরের অক্সিজেন মোড়েও অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা থেকে অক্সিজেন মোড় চত্বরে সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চুর নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী সড়কে অবস্থান নেন।

 

পরে নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহম্মেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরশেদুল আলম বাচ্চু বলেন, সকাল থেকে জিইসি মোড়, দুই নম্বর গেইট ও দুপর থেকে অক্সিজেন মোড় চত্বরে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

এই ধর্ম ব্যবসায়ী মামুনুল হক চিহিৃত জামায়াত-শিবিরের কর্মী। তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে জাতির দুশমন হিসেবে চিহ্নিত হয়েছেন। আমরা জানতে পেরেছি জঙ্গি কায়দায় ফেনী হয়ে গোপনে হাটহাজারীতে এসেছেন কুলাঙ্গার মামুনুল হক। প্রশাসনের কাছে দাবি জানাই, এই জামায়াত কর্মীকে গ্রেফতার করুন।

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন বাংলানিউজকে বলেন, সকাল ১১টায় মাহফিল আয়োজক কমিটির সঙ্গে বৈঠক করেছি। তারা জানিয়েছেন, মামুনুল হক এখনও হাটহাজারীতে এসে পৌঁছেনি। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছি। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, কাউন্সিলর প্রার্থী হাজী ইব্রাহিম, সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিন জয়, মেজবাহ উদ্দিন মোরশেদ, মোসলেম উদ্দিন সিবলি, আবু সাঈদ সুমন, রাজিব হাসান রাজন, আশিকুন নবী চৌধুরী, মোহাম্মদ সেলিম, শওকত আলম, নগর ছাত্রলীগের সহ সভাপতি তারেব আলী, ইয়াছিন আরাফাত কচি, একরামুল হক রাসেল, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নুরুন নবী সাহেদ, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার, বন্দর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, পতেঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ তোসিফ, আকবরশাহ থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল সিদ্দিকী, এমএইচ কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।