ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নো মাস্ক, নো সার্ভিসকে স্বাগত জানিয়ে সুচিন্তার প্রচারণা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
নো মাস্ক, নো সার্ভিসকে স্বাগত জানিয়ে সুচিন্তার প্রচারণা 

চট্টগ্রাম: কারও দম বন্ধ হয়ে আসে তাই মাস্ক পরেন না। পাশে কেউ নেই, তাই মাস্ক পরেননি কেউ কেউ।

‘নো মাস্ক, নো সার্ভিস’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রচারণা করতে গিয়ে মাস্ক নিয়ে এরকম নানান অজুহাত দেখলেন সুচিন্তা চট্টগ্রামের নেতাকর্মীরা।

করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে প্রচারণা চালান তারা।

এতে সার্বিকভাবে সহযোগিতা করে সুচিন্তা স্টুডেন্ট উইংস সাউদার্ন মেডিক্যাল কলেজ।

এ সময় নগরের শপিং কমপ্লেক্স, বহাদ্দার হাট, কর্ণফুলী মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মাস্ক বিতরণ ও করোনা নিয়ে সচেতনতা তৈরি করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, যুগ্ম সমন্বয়ক ও বিএমএ চট্টগ্রাম শাখার কার্যকরী সদস্য ডা. হোসেন আহম্মদ, ছাত্রনেতা এটিএম রকিবুল হাসান, ডা. আকিল ইবনে তাহের, নাজমুল হুদা তুষার, সাকিবুল ইসলাম প্রমুখ।

ডা. হোসেন আহম্মদ বাংলানিউজকে বলেন, করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সচেতনতা। সবাই যদি মাস্ক ব্যবহার করে তবে করোনার সংক্রমণ অনেক কমে যাবে।  

তিনি বলেন, করোনা মোকাবিলায় সচেতনতামূলক ক্যাম্পেইন অত্যন্ত জরুরি। তাই ভাইরাস মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আমরা করোনার ভয়াবহতার প্রচারণা চালাতে গিয়ে দেখেছি, মাস্ক নিয়ে মানুষের মধ্যে নানান অজুহাত। কারও দম বন্ধ হয়ে আসে তাই মাস্ক পরছেন না। কেউ কেউ মানুষের সংস্পর্শে নেই, তাই মাস্ক পরছে না। এরকম হলে করোনার সংক্রমণ ঠেকানো যাবে না।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।