ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী নদীতে জাটকা ভর্তি 'এমভি ডিজনি' আটক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
কর্ণফুলী নদীতে জাটকা ভর্তি 'এমভি ডিজনি' আটক 

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর পুরাতন ব্রিজঘাটে জাটকা ভর্তি 'এমভি ডিজনি' নামের একটি ফিশিং ট্রলার আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টায় এনএসআই বন্দর টিমের তথ্যের ভিত্তিতে মেসার্স আমেনা ফিশিংয়ের ট্রলারটি বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ মৎস্য অধিদফতর, মেরিন ফিশারিজ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রলারটি আটক করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, ট্রলারটি আটক করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাটকা সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, আটক ট্রলারের সব হিমায়িত মাছ রাখার খোপ সিলগালা করে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এআর/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।