ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাস্ক না পরায় ৪৩ জনকে জরিমানা চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
মাস্ক না পরায় ৪৩ জনকে জরিমানা চট্টগ্রামে

চট্টগ্রাম: সবার মুখে মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

অভিযানে হকার, পথচারী, ভ্যান চালক ও রিকশা চালকদের মাঝে ২০০ মাস্ক বিতরণ করা হয়।

মুখে মাস্ক না পরায় ৪৩ জনকে ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।  

বুধবার (২৫ নভেম্বর) নগরের শিল্পকলা একাডেমী, প্রবর্তক মোড়, গোলপাহাড় মোড়, চকবাজার মোড়, বিপণী কেন্দ্র এবং আগ্রাবাদ এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম নগরের শিল্পকলা একাডেমী, প্রবর্তক মোড় ও গোলপাহাড় মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি মুখে মাস্ক না পরায় ২৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নগরের চকবাজার ও বিপণী কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। এ সময় মাস্ক না পরায় ১৩ জনকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।  

আগ্রাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাজান আক্তার সাথী। তিনি মাস্ক না পরায় ৬ জনকে ৬০০ টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।