ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্মার্টফোন কিনতে ইউজিসির ঋণ পাবেন চবির ৩৭৫০ শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
স্মার্টফোন কিনতে ইউজিসির ঋণ পাবেন চবির ৩৭৫০ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে শিক্ষাঋণ পাচ্ছেন চবির ৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থী।  

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় চবি উপাচার্য দফতরে ঋণ অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এসময় কমিটির যুগ্ন আহ্বায়ক চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, সদস্য ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুলতান আহমেদ, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মাইনুল হাসান চৌধুৃরী, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা এবং গঠিত কমিটির সদস্য সচিব এস এম আকবর হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় ইউজিসির অনুমোদিত ৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থীকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে দ্রুত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঋণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এমএ/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।