ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালের আইসিইউতে নতুন ৮ শয্যা স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, নভেম্বর ২১, ২০২০
চমেক হাসপাতালের আইসিইউতে নতুন ৮ শয্যা স্থাপন

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নতুন ৮টি শয্যা স্থাপন করা হয়েছে।  

এ নিয়ে হাসপাতালটিতে আইসিইউর মোট শয্যা সংখ্যা দাঁড়ালো ৩০টি।

এরমধ্যে সাধারণ রোগীদের ব্যবহারের জন্য থাকবে ২০টি এবং কোভিড রোগীরা ব্যবহার করবেন ১০টি।

আইসিইউতে নতুন শয্যা স্থাপনের ফলে রোগীদের আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

 

শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আইসিইউতে নতুন ৮ শয্যার উদ্বোধন করেন শিক্ষা উপ-মন্ত্রী ও চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিবুল হাসান চৌধুরী নওফেল।  

তিনি বলেন, সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চট্টগ্রামে আইসিইউ সংকট বহুদিনের। চমেক হাসপাতালের আইসিইউতে নতুন শয্যা স্থাপনের ফলে সংকটাপন্ন রোগীরা আরও সহজে সেবা পাবেন।  

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।