চট্টগ্রাম: নগরের আকবরশাহ এলাকায় কার্ভাডভ্যানের ধাক্কায় জেসমিন আক্তার (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে আকবরশাহ থানাধীন ইস্পাহানি রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ওই নারীকে চমেকে আনা হয় সকালে সাড়ে ১১টায়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বাংলানিউজকে বলেন, কার্ভাডভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
জেইউ/এসকে/টিসি