ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দখল করে ভবন নির্মাণ, জরিমানা ৫ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
সড়ক দখল করে ভবন নির্মাণ, জরিমানা ৫ লাখ

চট্টগ্রাম: সড়ক দখল করে ভবন নির্মাণ করায় নগরের চকবাজার থানার ঘাসিয়ার পাড়া এলাকায় এক ভবন ডেভেলপারকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলমের আদালত ভবন ডেভেলপার মো. মাহমুদ হোসেনকে এই জরিমানা করেন।



স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমদ বাংলানিউজকে জানান, নগরের চকবাজার থানার ঘাসিয়ার পাড়া এলাকায় সড়ক দখল করে হালিমা গার্ডেন নামে একটি ভবন নির্মাণ করা হয়।

তিনি বলেন, সিডিএ’র ইমারত পরিদর্শক সৈকত চন্দ্র পাল এই ঘটনায় ২০১৯ সালের ২৮ মার্চ একটি মামলা দায়ের করেন।
পরে ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।  

‘এই ঘটনায় ডেভেলপার মো. মাহমুদ হোসেন আদালতের কাছে দোষ স্বীকার করে মঙ্গলবার একটি আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে তাকে ৫ লাখ টাকা জরিমানা পরিশোধের নির্দেশ দেন। ’

আরও খবর>>
** 
৬ তলার অনুমোদন নিয়ে ১১ তলা নির্মাণ, কারাগারে ভবন মালিক

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।