ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আকবরশাহ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, নভেম্বর ১৭, ২০২০
আকবরশাহ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: নগরের আকবরশাহ এলাকার একটি বাসা থেকে নূর টিনা (২২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে আকবরশাহ থানাধীন গোলপাহাড় এলাকার রমজানের মায়ের কলোনীর একটি বাসা তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নূর টিনা গাইবান্ধা জেলার পূর্ব প্রতাপ সদুল্যাপুর এলাকার মো. আল আমিনের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে গোলপাহাড় এলাকার রমজানের মায়ের কলোনীতে ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

 

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বাংলানিউজকে বলেন, গোলপাহাড় এলাকার রমজানের মায়ের কলোনীর একটি বাসা থেকে নূর টিনা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।