ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সমস্যা সমাধানে পুলিশই বেশি ভূমিকা রাখছে: পুলিশ সুপার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
সমস্যা সমাধানে পুলিশই বেশি ভূমিকা রাখছে: পুলিশ সুপার

চট্টগ্রাম: স্থানীয় সমস্যা সমাধানে পুলিশই বেশি ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক। তিনি বলেছেন, বাংলাদেশ পুলিশ এখন জনগণের পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) নগরের হালিশহর পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।

এস এম রশিদুল হক বলেন, পুলিশের চাকরি এখন সেবাধর্মী।

সকল ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ দৃষ্টান্তমূলক সেবায় নিয়োজিত রয়েছে। পুলিশ এখন জনতার হয়ে কাজ করছে।

তিনি বলেন, পুলিশের সঙ্গে সাধারণ মানুষের নিবিড়তা বাড়ছে। পুলিশের সেবা এখন এতোটাই সহজলভ্য যে- পুলিশ সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।  

পুলিশ সুপার বলেন, করোনা মহামারীতে পুলিশের আবদান ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে। করোনায় পুলিশ রাস্তায় যেমন কাজ করেছে তেমনি করোনা রোগীর পাশেও দাঁড়িয়েছে।  

‘করোনায় পুলিশ যত বেশি আক্রান্ত হয়েছে, ততবেশি কাজে উদ্যমী হয়েছে। মনোবল হারায়নি। ’ যোগ করেন এস এম রশিদুল হক।

পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে নিরলসভাবে কাজ করে মানুষকে নিরাপত্তা, আইনি সহায়তা ও সেবা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বিশেষ অবদান রাখা যাবে বলে আমরা মনে করি।  

‘বর্তমান সময়ে ধর্ষণের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ’ বলেন তিনি।

সহকারী পুলিশ সুপার (এসএএফ) শামসুল আরেফীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফরিদ।

বক্তব্য দেন সাতকানিয়া থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এম এ মোতালেব, হাটহাজারী থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এস এম নুরুল হুদা, মিরসরাই থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সুশীল সমাজের প্রতিনিধি নির্মল কান্তি দাশ।  

অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয়ক আলাউদ্দিন সাবেরী ও চট্টগ্রাম জেলা পুলিশের এসআই ফকর উদ্দিন আল রাজীকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্বারক ও সনদ উপহার দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এমআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।