ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন সিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন সিএমপি কমিশনার বক্তব্য দেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর। 

চট্টগ্রাম: কিশোর গ্যাং সমস্যা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।  

তিনি বলেছেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, দমন, প্রতিরোধ যা-ই বলি সেটি করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।

আর এ সহযোগিতা হতে হবে কমপ্লিমেন্টারি। আমরা যেন পরস্পর পরস্পরকে তথ্য দিয়ে সহযোগিতা করি, যাতে এটির সম্মানজনক একটি সমাধানে আসতে পারি।

শনিবার (৩১ অক্টোবর) দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সিএমপি কমিশনার বলেন, আমরা চাই সামাজিক অনুশাসনের সেই দিনটি ফিরে আসুক যেখানে বাড়ির ছেলেমেয়েরা অহেতুক আড্ডার নামে বাইরে থাকবে না। সবাই বাবা-মায়ের নজরদারিতে থাকবে। পাশাপাশি শিশুকিশোরদের মাঠে ফিরিয়ে আনি। চট্টগ্রামে বড় সমস্যা খেলার মাঠ। আমরা সবাই যদি একসঙ্গে দাবি জানাই, এ সমস্যা সমাধান হলে বলে আমার বিশ্বাস।

চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এসএম মোস্তাক আহমদ খান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমির জাফর, উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।  

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন এমন ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।