ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একদিনের নবজাতককে ৬ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
একদিনের নবজাতককে ৬ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ!

চট্টগ্রাম: মাত্র একদিন বয়স। এতটুকু দেবদূতটার শরীরে পুশ করা হয়েছে ছয় মাস আগে মেয়াদ শেষ হওয়া স্যালাইন।

অর্ধেকের মতো শরীরে ঢোকার পর বিষয়টি নজরে পড়ে মা রুবাইয়াত শারমিনের।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত নয়টায় এমন ঘটনা ঘটেছে নগরের পাঁচলাইশের বেসরকারি হাসপাতাল সিএসটিসিতে।

শিশুর মামা জুবায়েদ ইবনে খলিল বাংলানিউজকে জানান, চিকিৎসায় অবহেলার এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিএসটিসি হাসপাতালে আমার বোন রুবাইয়াত শারমিন একটি ছেলে সন্তানের জন্ম দেন। এরপর থেকে নবজাতকের শরীর দুর্বল বলে জানান চিকিৎসক। সবশেষ বৃহস্পতিবার রাত ৯টায় বাচ্চার শরীরে একটি স্যালাইন লাগিয়ে দিয়ে যান নার্স। ২৪ ঘণ্টা পর আমার বোন খেয়াল করে যে তার বাচ্চার শরীরে যে স্যালাইনটি যাচ্ছে তার মেয়াদ শেষ হয়েছে গত এপ্রিলে। বিষয়টি সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।

ঘটনাটি জানার পর ছুটে আসেন হাসপাতাল ভবনটির মালিক নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। নার্সের ভুলের কথা স্বীকার করে তিনি বলেন, বিষয়টি জানার পরই হাসপাতালে এসেছি এবং শিশুর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার সত্যতা পেয়েছি। এরপর তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।

তিনি বলেন, একজন ডাক্তার চিকিৎসা দেন। ওষুধপত্র নির্দেশনা অনুযায়ী রোগীকে দেওয়ার দায়িত্ব নার্সের।  

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।