ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সহস্রধারায় প্রাণ হারালেন যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, অক্টোবর ৩০, ২০২০
সহস্রধারায় প্রাণ হারালেন যুবক সহস্রধারায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগাহাট এলাকার সহস্রধারা ঝর্নায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় ঢাকার রামপুরা থানার মালিবাগের বাসিন্দা মাহফুজ বিন ইকবাল রবিনের (২৬) মরদেহ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশকে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে রবিন ঢাকা থেকে আসা বন্ধুদের সঙ্গে ঝর্নায় গোসল করতে নামেন। একপর্যায়ে পা পিছলে তিনি ডুবে যান।

বিকেল সোয়া ৩টায় আগ্রাবাদে ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষে খবর আসে। বিভাগীয় ডুবুরি ইউনিট সহস্রধারায় এক ঘণ্টা সার্চ করে। এরপর ডুবুরি প্রদীপ বিশ্বাস মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন।   

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।