ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিবর্ণ ক্রিকেট ভাস্কর্য

সোহেল সরওয়ার, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
বিবর্ণ ক্রিকেট ভাস্কর্য বিবর্ণ ক্রিকেট ভাস্কর্য।

চট্টগ্রাম: নগরের নিমতলা মোড়ের ১১জন ক্রিকেটারের ভাস্কর্য অযত্ন-অবহেলায় ভেঙে যাচ্ছে। রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে ভাস্কর্যগুলো এখন সৌন্দর্যহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এ ভাস্কর্য স্থাপন করা হয়েছিল।  

সিটি করপোরেশন সূত্র জানায়, বায়োস্কোপ নামের একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এসব স্থাপনা নির্মাণ করে দিয়েছিল, যার অর্থায়ন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

২০১৪ সালের মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভাস্কর্যের সংস্কার করা হয়েছিল। এরপর আর সেখানে পড়েনি কারো নজর।  

সরেজমিনে দেখা গেছে, ভাস্কর্যে চারজন ব্যাটসম্যান, চারজন বোলার, দু’জন ফিল্ডার ও একজন উইকেটকিপার রয়েছেন। ভাস্কর্যের খেলোয়াড়ের মুখের ভেতর বেঁধেছে মাকড়সার জাল।

হাতের গ্লাভস কোনোমতে টিকে থাকলেও ব্যাটটিই নেই ব্যাটসম্যানের হাতে। ভঙ্গুর অপর ব্যাটসম্যানের হাতটি পাটের রশি দিয়ে বেঁধে রক্ষার চেষ্টা। লাল-সবুজের জার্সির রং খসে পড়ছে, ধুলা জমতে জমতে বাংলাদেশের নামই মুছে যেতে চলেছে!

মাঠের লড়াইয়ে টাইগাররা লড়ছেন দাপটের সঙ্গে, এমন অবস্থায় এ ভাস্কর্য দেখে ক্রিকেটপ্রেমীদের মনে জাগছে বেদনা।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০    
এসএস/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।