ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কেজিডিসিএলে ৫৭ জনকে পদোন্নতির নথি চেয়েছে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
কেজিডিসিএলে ৫৭ জনকে পদোন্নতির নথি চেয়েছে দুদক

চট্টগ্রাম: কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) ৫৭ জন কর্মকর্তাকে পদোন্নতির বিষয়ে পূর্ণাঙ্গ নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ থেকে চিঠি দিয়ে এ নথি চাওয়া হয়। চিঠিতে আগামী এক সপ্তাহের মধ্যে পদোন্নতির পূর্ণাঙ্গ নথি দুদক কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

এর আগে ২০ আগস্ট মধ্যরাতে কেজিডিসিএলের ৫৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয় বলে অভিযোগ উঠে। এ নিয়ে তখন বাংলানিউজে সংবাদ প্রকাশিত হওয়ার পর তোলপাড় শুরু হয়।

ঘটনা তদন্তে কেজিডিসিএল’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।

দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, ৫৭ জন কর্মকর্তাকে পদোন্নতির বিষয়ে পূর্ণাঙ্গ নথি চাওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ নথি দাখিল করতে বলা হয়েছে।

পদোন্নতির সময় মহাব্যবস্থাপক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করা কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. সারোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, পদোন্নতিতে এক চুল পরিমাণও দুর্নীতি হয়নি। নথি চাইলে আমরা নথি দিবো।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
জেইউ/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।