ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৬ ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৬ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রাম: অনিয়মের প্রমাণ পাওয়ায় রাউজানের ৬ ফার্মেসি মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাউজানের মুন্সিরঘাটা এবং ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ। অংশ নেন ওষুধ প্রশাসন অধিদফতরের তত্বাবধায়ক মো. কামরুল হাসান।

 

অভিযানে মক্কা মেডিক্যাল স্টোরের মালিক মো. শাহজাহানকে ১০ হাজার, জ্যোতি ফার্মেসির মালিক রুবেল কান্তি দেকে ১৫ হাজার, শাহ লতিফ ফার্মেসির মালিক মো. এরফানকে ১৫ হাজার, সোনালী ফার্মেসির মালিক মো. রুবেলকে ৩০ হাজার, পল্লী মঙ্গল ফার্মেসির মালিক অভি দাশকে ৫ হাজার, রূপালী ফার্মেসির মালিক রনি দেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওষুধ প্রশাসন অধিদফতরের তত্বাবধায়ক মো. কামরুল হাসান বাংলানিউজকে জানান, এসব ফার্মেসিতে ফার্মাসিস্ট ছাড়া ওষুধ বিক্রি এবং আনরেজিস্টার্ড ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। ড্রাগ আইন লঙ্ঘন করায় তাদের মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।