ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১০ টাকায় রবি সিম পাবেন চবি শিক্ষার্থীরা 

| ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
১০ টাকায় রবি সিম পাবেন চবি শিক্ষার্থীরা  ফাইল ছবি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিনামূল্যে ১৫ জিবি ইন্টারনেট প্যাক ব্যবহারের সুবিধার্থে দেশের যেকোনো রবি সেবা কেন্দ্র থেকে মাত্র ১০ টাকায় রবি সিম কেনার সুযোগ পাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৮ অক্টোবর) চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বাংলানিউজকে এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, চবির যেসব শিক্ষার্থী রবি সিম না থাকায় বিনামূল্যে ১৫ জিবি ইন্টারনেটের জন্য রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যারা আগে রেজিস্ট্রেশন করেছে তাদের নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।

তারাও ১০ টাকায় রবি সিম কেনার সুবিধা পাবেন।  

তিনি বলেন, দেশের যেকোনো প্রান্তে রবি সেবাকেন্দ্র থেকে চবি শিক্ষার্থীরা স্টুডেন্ট আইডি ও ন্যাশনাল আইডি কার্ড দেখিয়ে ১০ টাকায় রবি সিম কিনতে পারবে। এছাড়া ১৫ জিবি ইন্টারনেট সেবা পেতে রেজিস্ট্রেশনের সময় ৩১ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।