ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

তুলার গুদামে আগুন

| স্টাফ করেসপন্ডেন্ট, বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, অক্টোবর ২৮, ২০২০
তুলার গুদামে আগুন ফাইল ছবি।

চট্টগ্রাম: নগরের আতুরার ডিপো এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।  

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে মীর পাড়ায় সৃষ্ট অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন বায়েজিদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী।

 

তিনি বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।