ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশ নিয়ে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, অক্টোবর ২৭, ২০২০
বাঁশ নিয়ে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যা প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় পাশের বাড়ির এক নারীর সঙ্গে বাঁশ নিয়ে ঝগড়ার জেরে হীরা বেগম (৩১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন টিম।  

আকবরশাহ থানার ইনস্পেকটর তদন্ত মো. আমিনুল হক বাংলানিউজকে জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হীরা বেগমের সঙ্গে পাশের বাড়ির এক নারীর সঙ্গে বাঁশ নিয়ে ঝগড়া হয়।

বিষয়টি হীরার বাবা নিজেই মিমাংসা করে দেন। এরপর হীরার ভ্যানচালক স্বামী নিজের কাজে চলে যান। বিকেল চারটার দিকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহের খবর পেয়ে পুলিশ উদ্ধার করে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে দুই সন্তানের মা হীরা আত্মহত্যা করেছে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।    

বাংলাদেশ সময়:  ১০২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।