ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চসিককে ১৯ লাখ টাকা পৌরকর দিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, অক্টোবর ২৬, ২০২০
চসিককে ১৯ লাখ টাকা পৌরকর দিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) পৌরকর বাবদ প্রায় ১৯ লাখ টাকা পরিশোধ করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের হাতে পৌরকরের চেক তুলে দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খুরশীদুর রহমান।

 

চেক গ্রহণকালে প্রশাসক বলেন, পৌরকরের ওপর চট্টগ্রামের উন্নয়ন নির্ভর করে। আমি নগরবাসীর ওপর করের বোঝা চাপাতে চাই না।

সরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের বকেয়া কর পরিশোধ করলে নগরের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা সম্ভব হবে।  

এ সময় চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, ৫ নম্বর রাজস্ব সার্কেলের কর কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।