ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগের নিয়মে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগের নিয়মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা আগের নিয়মে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।  রোববার (২৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল ইসলাম।  

তিনি বলেন, চবির ২০২০-২১ সেশনের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের স্বশরীরে অংশগ্রহণ করতে হবে।

আগের মত ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হবে।  

এসএম মনিরুল ইসলাম বলেন, এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসির ফলাফল বিবেচনা করা হবে কিনা এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এইচএসসির ফলাফল প্রকাশের পর ভর্তি পরীক্ষা কমিটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০।
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।