ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

২৯ হাজার ইয়াবাসহ ট্রাকের হেলপার আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, অক্টোবর ২৩, ২০২০
২৯ হাজার ইয়াবাসহ ট্রাকের হেলপার আটক 

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানিহাট এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার পিস ইয়াবাসহ মো. আবু বক্কর (২০) নামে ট্রাকের এক হেলপারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শুক্রবার (২৩ অক্টোবর) তাকে আটকের বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

আটক মো. আবু বক্কর কক্সবাজার জেলার সদর উপজেলার ঈদগাঁও এলাকার দারা মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বাংলানিউজকে বলেন, কেরানিহাট এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার পিস ইয়াবাসহ মো. আবু বক্কর নামে একজনকে আটক করা হয়েছে।

তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।  

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বাংলানিউজকে বলেন, আটক আবু বক্কর ট্রাকের হেলপার। কক্সবাজার থেকে ট্রাকে করে এসব ইয়াবা আনা হচ্ছিল। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।