ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সমৃদ্ধ জাতি গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি জরুরি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
সমৃদ্ধ জাতি গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি জরুরি বক্তব্য দেন সমাজসেবক ফরিদ মাহমুদ

চট্টগ্রাম: সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রেখে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিচ্ছেন। একটি সমৃদ্ধ জাতি গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকাটা অত্যন্ত জরুরি।

করোনা মহামারীতে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্য, অর্থনীতিতে চরম মন্দা চলছে। এ সময় বাংলাদেশের মতো একটি দেশ শেখ হাসিনার নেতৃত্বগুণে অর্থনীতি সচল রেখে এশিয়ার অন্যান্য দেশের চেয়ে প্রবৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে।

এটা একটা বিস্ময়কর ব্যাপার। আমাদের মধ্যে কিছু মানুষ আছে, যারা সম্প্রীতি নষ্ট করতে চায়। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।  

নগরের দেওয়ানবাজারের একটি কমিউনিটি সেন্টারে আমাদের আলোকিত সমাজ চট্টগ্রামের আয়োজনে চকবাজার, দেওয়ান বাজার, আন্দরকিল্লা ওয়ার্ডের নারী ও পুরুষের মধ্যে শারদীয় শুভেচ্ছা স্বরূপ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এআর কামরুল ইসলাম। সংগঠনের ভাইস চেয়ারম্যান ন্যাপের কেন্দ্রীয় নেতা মিথুল দাশগুপ্তের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রোগ্রাম কো চেয়ার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রুমকি সেনগুপ্ত, আশরাফুল গণি, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহরিয়ার তানিম, মো. আব্দুল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা চসিক নির্বাচনে মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রুমকি সেনকে নির্বাচিত করার আহ্বান জানান।  

আলোচনা শেষে প্রধান অতিথি বস্ত্র বিতরণ করেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।