ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সবজির দামে হাফ সেঞ্চুরি, প্রভাব মাছ-মাংসে

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
সবজির দামে হাফ সেঞ্চুরি, প্রভাব মাছ-মাংসে ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রামে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। এর প্রভাব পড়েছে মাছ-মাংসের বাজারেও।

সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সামুদ্রিক মাছের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।  

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চকবাজার ও রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজিই দামে হাফ সেঞ্চুরি পার করেছে।

কাজির দেউড়ি বাজারে দাম চাওয়া হচ্ছে ৫-১০ টাকা বেশি।  

সবজির মধ্যে আলু ৪০-৪৫ টাকা, কাঁকরোল ৪০-৫০ টাকা, শসা ৪০-৫০ টাকা, টমেটো ১০০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, গাজর ৭০-৮০ টাকা, বরবটি ৫০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫ টাকা, লাউ ৩০ টাকা, পটল ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, তিতকরলা ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, ছোট কচু ৫০ টাকা, শিম ১০০ টাকা, ফুলকপি ১২০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, কাঁচামরিচ ১৫০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নগরের কাঁচাবাজারগুলোতে।

বিক্রেতারা বলছেন, এমনিতেই সবজির দাম বেড়েছে। এর সঙ্গে বৃষ্টির কারণে পরিবহন খরচও বেড়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে সবজির দাম আরও বাড়তে পারে।

এদিকে বাজারে সামুদ্রিক মাছের মধ্যে লইট্যা ১২০-১৫০ টাকা, কোরাল সাড়ে ৬শ টাকা, ৫০০ গ্রাম ওজনের হিমায়িত ইলিশ ৬০০-১ হাজার টাকা। এছাড়া মাঝারি আকারের চিংড়ি ৪০০-৫০০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, রুই ১৯০-২২০ টাকা, বাটা ২৯০-৩০০ টাকা, কাতাল ২৪০-২৬০ টাকা, পাবদা ৫০০, কই ৪০০ টাকা ও শিং ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা, লেয়ার ২২০ টাকা, সোনালী ১৯০-২০০ টাকা, গরুর মাংস সাড়ে ৬শ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৮শ টাকা কেজি দরে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।