ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় ৯ কেজির মরা কাতলা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, অক্টোবর ২১, ২০২০
হালদায় ৯ কেজির মরা কাতলা উদ্ধার

চট্টগ্রাম: হালদা নদীর কেরামতলির বাঁক এলাকা থেকে ৯ কেজি ওজনের একটি মরা কাতলা মাছ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে ভাসমান অবস্থায় কাতলা মাছটি উদ্ধার করা হয়।

হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া জানান, মাছটির দৈর্ঘ্য ৩৪ সেন্টি মিটার। বয়স প্রায় ৫ বছর।

মাছটির দেহের নীচের দিকে (ভেনট্রাল সাইট) একটি আঘাতের চিহ্ন রয়েছে।

উদ্ধারের পর অতিরিক্ত ফুলে থাকায় মরা মাছটি হালদা পাড়ে মাটি চাপা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।