ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫টির অনুমোদন নিয়ে জ্বালানো হচ্ছিলো ২২৬ চুলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
৫টির অনুমোদন নিয়ে জ্বালানো হচ্ছিলো ২২৬ চুলা 

চট্টগ্রাম: ২০১৭ সালে অবৈধ গ্যাস সংযোগ নেন তিনি। খবর পেয়ে সেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

ওই সময়ে ৩৮ লাখ টাকা জরিমানা পরিশোধের পর ফের সংযোগ দেওয়া হয়।

তবে এতেও শিক্ষা হয়নি তার।

কিছুদিন পর আবারও অবৈধ গ্যাস সংযোগ নেন তিনি। ২০১৭ সালে ৫টি চুলার (রাইজার) অনুমোদন নিয়ে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত ইপিজেড থানার ব্যাংক কলোনির সৈয়দ নুর হোসেন নামে এক বাড়ির মালিক ব্যবহার করেন ২২৬টি চুলা।  

বুধবার (২১ অক্টোবর) সৈয়দ নুর হোসেনের মালিকানাধীন বাড়িতে কেজিডিসিএলের বিশেষ টিম অভিযান চালিয়ে এর সত্যতা পায়।

কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. সরোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেজিডিসিএলের বিশেষ টিম সৈয়দ নুর হোসেনের বাড়িতে অভিযান চালায়।  

‘তিনি ২০১৭ সাল থেকে ৫টি চুলার অনুমোদন নিয়ে ২২৬টি চুলা ব্যবহার করছেন। তিন বছর ধরে অবৈধ গ্যাস ব্যবহার করায় প্রায় ৭০ লাখ টাকার আয় থেকে বঞ্চিত হয় কেজিডিসিএল। ’

প্রকৌশলী মো. সরোয়ার হোসেন বলেন, অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।