ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাস্ক ছাড়া গণপরিবহনে উঠায় ১২ যাত্রীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
মাস্ক ছাড়া গণপরিবহনে উঠায় ১২ যাত্রীর জরিমানা

চট্টগ্রাম: মাস্ক ছাড়া গণপরিবহনে উঠায় চট্টগ্রামে ১২ জন বাসযাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাংলানিউজকে জানান, মাস্ক ছাড়া গণপরিবহন বাসে উঠায় ১২ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে গণপরিবহনের যাত্রীসহ পথচারীদের নিয়ম মেনে মাস্ক পরতে উৎসাহিত করেন ভ্রাম্যমাণ আদালত।

সরকারি নির্দেশনা না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে অভিযানে দুইজন বাস চালককে জরিমানা করা হয়েছে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।