ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে লাইনে দাঁড়িয়ে ভোটারদের অপেক্ষা

চট্টগ্রাম: চট্টগ্রামে ১১টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন ওয়ার্ড সদস্য পদে সাধারণ ও উপনির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে প্রচুর ভোটারের উপস্থিতি দেখা গেছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আশাকরছি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পারব।

লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমেন খান বাংলানিউজকে বলেন, সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি কোনো ঝামেলা ছাড়াই নির্ধারিত সময় পর্যন্ত তা চালিয়ে নিতে পারব।

চট্টগ্রামের ৬ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘন্টা, অক্টোবর ২০,২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।