ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘এমটি মালহারি’র নোঙর ছিঁড়ে ধাক্কা ‘মীন সন্ধানীকে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২০, অক্টোবর ১৯, ২০২০
‘এমটি মালহারি’র নোঙর ছিঁড়ে ধাক্কা ‘মীন সন্ধানীকে’ আরভি মীন সন্ধানী। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ১২ হাজার টন সয়াবিন তেল নিয়ে আসা ‘এমটি মালহারি’ নোঙরের রশি ছিঁড়ে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অনুসন্ধানী জাহাজ ‘আরভি মীন সন্ধানীকে’ ধাক্কা দিয়েছে।  

সোমবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রাম বন্দরের রিভারমুরিং ১০ নম্বর জেটিতে এ দুর্ঘটনা ঘটে।

 

বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, তেলবোঝাই ভারতীয় জাহাজ এমটি মালহারি রিভারমুরিং-১০ জেটিতে নোঙর করা ছিল। পাশের জেটিতে ছিল

জরিপ জাহাজ মীন সন্ধানী।

সন্ধ্যায় তেলবাহী জাহাজটির নোঙরের রশি ছিঁড়ে জরিপ জাহাজের সঙ্গে ধাক্কা লাগে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বন্দরের টাগবোট কাণ্ডারী-১১ ও ১২  ঘটনাস্থলে গিয়ে জাহাজ দু’টিকে টেনে আলাদা করে। জরিপ জাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বন্দরের জাহাজ আসা-যাওয়া স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।