ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি অফিসার সমিতির কর্মবিরতি, অফিস কার্যক্রম বন্ধ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
চবি অফিসার সমিতির কর্মবিরতি, অফিস কার্যক্রম বন্ধ চবি অফিসার সমিতির কর্মবিরতি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রশাসক পদ বাতিলসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতি।  
 
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯ টা থেকে পূর্ব ঘোষিত কর্মবিরতি পালন শুরু করেন সংগঠনটি।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী।

তিনি বলেন, লাগাতার কর্মবিরতিতে অফিসার সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

রোববারও বিশ্ববিদ্যালয়ের সকল অফিসের কার্যক্রম বন্ধ ছিলো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এর আগে গত ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত টানা তিনদিন কলমবিরতি পালন করেছি আমরা।  

তিন দফা দাবি 

১৯৭৩ অ্যাক্ট অনুযায়ী ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যায় সহকারী রেজিস্ট্রার ও সমমানের পদে ৬ষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার ও সমমানের পদে ৪র্থ গ্রেড নির্ধারণের মাধ্যমে গ্রেডের সমতা আনতে হবে।

প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সকল পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার এবং বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ না হওয়া পর্যন্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট সিনিয়র অফিসারদের পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ে অফিসারদের ‘ডিউ ডেইট’ সমস্যা নিরসন করে পূর্বের ন্যায় চালু করতে হবে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।