চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে ইসলামী শিক্ষার প্রসারে নানামুখি উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন।
রোববার (১৮ অক্টোবর) জাতির জনকের সন্তান শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে শাহ আমানত মাজার সংলগ্ন তানজীমুল মোসলেমিন এতিমখানায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের উদ্যোগে শিশু সমাবেশ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও 'বঙ্গবন্ধুকে জানো' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, এদেশে দ্বীনি শিক্ষা বিস্তারে সরকার একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। এতিমদের কল্যাণে মাদ্রাসা, হাফেজখানাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নানামুখি সেবা বাস্তবায়িত হচ্ছে।
হাজী মোহাম্মদ শাহাবুদ্দীনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল হক, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেলাল আহমদ, এস এম মামুনুর রশীদ প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০২০
জেইই/এসি/টিসি