ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বৈদ্যুতিক সুইচ বোর্ডে আগুন, দগ্ধ ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, অক্টোবর ১৮, ২০২০
বৈদ্যুতিক সুইচ বোর্ডে আগুন, দগ্ধ ৪

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার পূর্ব মিরপাড়া এলাকায় একটি ভবনে বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ৪ ব্যক্তি হলেন- ভবন মালিক নজরুল ইসলাম, শাহ আলম, অবুজ মিয়া এবং মো. বাবলু।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ভবনের ওয়াটার পাম্প চালুর সময় বৈদ্যুতিক সুইচ বোর্ডে আগুন ধরে যায়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৪টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, দগ্ধ ৪ জনকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকামুক্ত নয়।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।