চট্টগ্রাম: ফটিকছড়ির সত্তার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) ফটিকছড়ির পুর্ব ধর্মপুরে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সায়েদুল আরেফিন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বাংলানিউজকে জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে ড্রেজার মেশিনের মাধ্যমে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। শনিবার অভিযানের খবরে তারা ড্রেজার মেশিন এবং বালু ফেলে পালিয়ে যায়।
তিনি জানান, ইউএনও স্যারের নির্দেশে ৪টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করে প্রশাসনের জিম্মায় নেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এমআর/টিসি