ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইমিগ্রেশনের সময় ৭ যাত্রী জানলেন বিদেশ যেতে পারছেন না!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
ইমিগ্রেশনের সময় ৭ যাত্রী জানলেন বিদেশ যেতে পারছেন না! এয়ার এরাবিয়া

চট্টগ্রাম: স্বজনদের কাছ থেকে বিদায় নিলেন। বোর্ডিং পাস নিলেন।

চেকিং হলো। ইমিগ্রেশনের সময় জানানো হলো শারজাহ যেতে পারছেন না।
 

সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার কর্মকর্তাদের ভুলে ৭ যাত্রীকে ফেরত আসতে হয়েছে।  

তাদেরই একজন হাটহাজারী উপজেলার আবদুল মান্নান। রাস আল খাইমাতে মোটরের স্পেয়ার পার্টসের ব্যবসা আছে তার। হতাশ কণ্ঠে তিনি বাংলানিউজকে বলেন, সন্ধ্যা ৭টায় ফ্লাইট ছিল। যথারীতি বোর্ডিং পাস নিয়ে চেকিং শেষ করে ইমিগ্রেশনে যাই। তখনি এয়ার এরাবিয়ার লোকজন জানালো ওভার বুকিং হওয়ায় ৭ জন পরের ফ্লাইটে যেতে হবে। আগামী ৯, ১২, ১৪, ১৬ অক্টোবর পরের ফ্লাইট আছে এয়ার এরাবিয়ার।

তিনি জানান, আমাদের আবার কোভিড-১৯ টেস্ট করাতে হবে। বিড়ম্বনার মধ্যে পড়ে গেলাম।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বাংলানিউজকে বলেন, কোভিড-১৯ নীতিমালা অনুযায়ী এয়ার এরাবিয়ার ওই ফ্লাইটে যেতে পারবেন ১৪০ জন যাত্রী। কিন্তু তারা ভুলে ১৪৭ জনের বোর্ডিং পাস ইস্যু করেছে। বিষয়টি আমাদের নজরে আসার পরই ৭ জনকে পরের ফ্লাইটে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।