ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন তালুকদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৮, অক্টোবর ৪, ২০২০
রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন তালুকদার স্বজন কুমার তালুকদার

চট্টগ্রাম: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বজন কুমার তালুকদার। রোববার (৪ অক্টোবর) উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 

শনিবার (৩ অক্টোবর) ছিল চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কিন্তু স্বজন কুমার তালুকদার একক প্রার্থী হওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত হন।

গত ২৩ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৬ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন।

গত ২৩ জুলাই উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী মারা গেলে পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।