ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীর জিমি ফুডসকে ১৭ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
হাটহাজারীর জিমি ফুডসকে ১৭ লাখ টাকা জরিমানা হাটহাজারীতে র‌্যাবের অভিযান

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার চারটি খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ পাল বসু।  বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএসটিআইয়ের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

 

বিএসটিআইয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ বাংলানিউজকে জানান, অভিযানকালে জিমি ফুডসকে বিস্কুটের ৫টি,  পাউরুটির ০২টি ও চানাচুরের ২টি ব্রান্ডের সিএম সনদ না থাকায় বিএসটিআই আইনে ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।

স্বপ্ন কনজ্যুমার প্রোডাক্টসকে মোড়কজাতকরণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

নিউ বি-বাড়িয়া বেকারিতে সিএম লাইসেন্স ছাড়াই পাউরুটি, বিস্কুট ও কেক বিক্রি করায় বিএসটিআই আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয় ।  

খাজা বেকারিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫০ হাজার টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ৬ লাখ টাকা জরিমানা  করা হয় ।  

অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পক্ষে ফিল্ড অফিসার (সিএম) রাজীব দাশগুপ্ত ও পরিদর্শক (মেট) মো জিল্লুর রহমানসহ বিপুল সংখ্যক র‌্যাব সদস্য অংশ নেন।  

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।