ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামি ফারুক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামি ফারুক আটক হত্যাকাণ্ডের শিকার গুলনাহার বেগমের মেয়ে ময়ুরী।

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় মা ও ছেলে খুনের ঘটনায় অভিযুক্ত পাতানো ভাই ফারুককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 বৃহস্পতিবার (০১ অক্টোবর) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

 

গত ২৪ আগস্ট পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় নিজ বাসায় খুন হন গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)। গুলনাহার বেগম তার মেয়ে ময়ুরী ও রিফাতকে নিয়ে বসবাস করে আসছিলেন।

গুলনাহার বেগম ও রিফাত হত্যাকাণ্ডে পেছনে ফারুককে সন্দেহ করে আসছিল ময়ুরী। ফারুক গুলনাহার বেগমের 'পাতানো ভাই' বলে জানিয়েছিল ময়ুরী।  

অভিযুক্ত ফারুক বহদ্দারহাট খাজা রোডের বাসিন্দা বলে জানা গেছে। ফারুক বহদ্দারহাটে একটি দোকান পরিচালনা করতেন।

হত্যাকাণ্ডের শিকার গুলনাহার বেগমের মেয়ে ময়ুরী বাংলানিউজকে বলেছিলেন, আমার মাকে বোন ডেকেছে ফারুক। ফারুক আমাদের বাসায় আসা যাওয়া করতো। পাঁচ বছর ধরে ফারুকের সঙ্গে আমাদের পরিচয়। কিছুদিন আগে ফারুকের সঙ্গে আমার মায়ের ঝগড়া হয়। তারপর থেকে আমার মায়ের ওপর ক্ষিপ্ত ছিল ফারুক। ফারুকই আমার মা ও ভাইকে খুন করেছে।  

ঘটনার পর থেকে পলাতক ছিল ফারুক। তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।